বাংলায় লুকিয়ে আছে স্বাধীনতা...
বাংলা ভাষা আমাদের আপন ভাষা। কোনকিছু লিখতে গেলে যেকোন ভাষায়ই লেখা যায়, কিন্তু বাংলায় লিখতে গেলে আমরা হৃদয় থেকে লিখতে পারি। আমাদের মনের গভীরের কথাগুলো কেমন অকপটে বলতে পারি।কম্পিউটারে বাংলা লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে বিজয়, আর ইউনিকোডে লিখতে গেলে ইউনিজয়। আজকে আমরা দেখবো উবুন্টুতে কিভাবে ইউনিজয় কিবোর্ড লেয়াউটে লেখা যায়।
স্টেপ-১:আইবাস এম১৯এন ইন্সটল করা
নামটা শুনে ঘাবড়ে যাবেন না! নামটা যতই জটিল হোক, ইন্সটল করা শুধুই একটি লাইনের ব্যাপার। Ctrl+Alt+T চেপে একটি টার্মিনাল ওপেন করুন। এখন নিচের লাইনটি কপি করে টার্মিনালে পেস্ট করুন এবং এন্টার চাপুন:
sudo apt-get install ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk

[[ ===
যারা Lubuntu (Ubuntu নয়) ব্যবহার করছেন তারা নিচের লাইনটি রান করুন। উবুন্টু ব্যবহার করলে এটি লাগবে না।
sudo apt-get install python-appindicator
লুবুন্টুতে python-appindicator ডিফল্ট হিসেবে ইন্সটল করা থাকে না। আর এটি না থাকলে প্যানেলে কোন ভাষাটি ব্যবহৃত হচ্ছে তা দেখাতে পারে না। তাই এটি ইন্সটল করতে হয় এবং ইন্সটলের পর রিস্টার্ট করতে হয় (লগআউট করে আবার লগইন করলেও কাজ হতেও পারে, নাও হতে পারে)।
আপডেট: লুবুন্টু ১২.১০ এ আইবাস ঠিকমত কাজ করাতে চাইলে এই কমান্ডটি আপনার কাজে লাগতে পারে:
sudo apt-get install libappindicator1 python-appindicator python-gconf python-glade2 python-pexpect ibus-gtk ibus-gtk3
Lubuntu 12.10 এ কিছু ডিপেন্ডেন্সি ডিফল্ট হিসেবে দেয়া থাকে না। তাই এগুলো আলাদাভাবে ইন্সটল করতে হয়।
=== ]]
স্টেপ-২: কনফিগার করা
IBus preference খুলুন। Input Method ট্যাবে যান। Customize active input methods চেকবক্সে চেক দিন। এখন Select an input method ড্রপডাউন বক্সে ক্লিক করুন, Bengali, তারপর unijoy (m17n) সিলেক্ট করুন। তারপর Add বাটনে ক্লিক করুন। এতে লিস্টে ইউনিজয় লেয়াউটটি যোগ হবে।
Close এ ক্লিক করুন।
স্টেপ-৩: টাইপ করা
এখন আপনার কাজ সহজ। Gedit বা Leafpad বা Nano ওপেন করুন। Ctrl+Space চাপুন, বাংলা টাইপ করুন। আবার Ctrl+Space চাপুন, ইংরেজি টাইপ হবে। এভাবে আপনি যেকোন এ্যাপ্লিকেশনে বাংলা টাইপ করতে পারবেন!
Ubuntu 12.10 এ কাজ না হলে নিম্নের কমান্ডটি রান করে রিস্টার্ট করে দেখতে পারেন:
sudo apt-get install ibus-qt4
রিস্টার্টের পর যদি ibus অটোমেটিক রান না হয় তাহলে বাংলা লেখার আগে ibus ম্যানুয়ালি রান করুন। আর যদি সেটা না করতে চান তাহলে স্টার্টআপ প্রোগ্রামে নিম্নের কমান্ডটি যোগ করুন:
ibus-daemon -xdr
এটি করতে চাইলে উবুন্টুতে ড্যাশ খুলে Startup applications লিখে একটি সফটওয়্যার পাবেন যেটি দিয়ে কমান্ডটি যোগ করতে পারবেন। (বিস্তারিত এখানে) লুবুন্টুতে /etc/xdg/lxsession/LXDE/autostart ফাইলটি এডিট করে উপরোক্ত এন্ট্রিটি যোগ করুন।লাইনটির আগে একটি @ চিহ্ন যুক্ত করুন। (বিস্তারিত এখানে)
আপডেট:
১. উবুন্টু, লুবুন্টু ১২.১০ সাপোর্ট
সহযোগিতা:
http://po-ru.com/diary/lubuntu-1210-problems-and-solutions
0 comments:
Post a Comment